উত্তরদিনাজপুর

এলাকায় শান্তি ফেরাতে চোপড়া এলাকা পরিদর্শনে, প্রাক্তন মন্ত্রী প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ত্রাসের পরিবেশ থাকলেও মানুষের পাশে দাড়াতে কিংবা এই ঘটনা গুলি রোধ করতে ব্লক কিংবা জেলাস্তরের জন প্রতিনিধিরা এলাকায় ঢোকার সৎ সাহস দেখায়নি। পুলিশ প্রশাসনও সর্ব দলীয় বৈঠক ডেকে এলাকায় শান্তি ফেরানোর বার্তা দেয়নি। শনিবার প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী শান্তির বার্তা নিয়ে চোপড়ার লক্ষিপুর, দাসপাড়া, চোপড়ামারী, ঘিরনীগাও সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। সাধারন মানুষদের সাথে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন। সাধারন মানুষও তাকে কাছে পেয়ে ক্ষোভ ও দুঃখের কথা শোনান। স্থানীদের কথায় উঠে আসে শাসক দলের সন্ত্রাসের ভয়ঙ্কর পরিনতির কথা। একের পর এক হামলা চালিয়ে প্রচুর পরিমানের আগ্নেয়াস্ত্র মজুত রেখেছে বলে অভিযোগ করেন এলাকার মানুষজন। নির্বাচন পরবর্তী সময়ে চোপড়ায় একাধীক সংঘর্ষের ঘটনায় মুড়ি মুড়কির মত গুলি ও বোমা চলেছে বলেও দাবী করেন গ্রামবাসীরা। সমস্ত কথা শুনে কার্যত গোটা এলাকাটি বারুদের স্তূপের উপর দাড়িয়ে রয়েছে বলে মনে করেন প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী।

এবিষয়ে প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী বলেন, ভোট পরবর্তী চোপড়ার রাজনৈতিক সংঘর্ষে পুলিশ প্রশাসন এখনো কোনো সর্ব দলীয় বৈঠক করেনি। এই ভাবে চলতে থাকলে সাধারন ছাত্র ছাত্রীরা নিজেদের বাঁচানর জন্য কলম বাদ দিয়ে হাতে অস্ত্র তুলে নিবে। চোপড়ার রাজনৈতিক সংঘর্ষে যে সব মানুষ আহত হয়েছেন তাদের সাথে বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন তিনি। তবে এদিনের করিম সাহেবের কর্মসূচী এলাকায় শান্তী ফিরাতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।